বিএনপি রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইন্সটিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রংধনু নেশন গড়তে বিএনপি বদ্ধপরিকর দাবি করে আমির খসরু বলেন, ‘এদেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে, যেখানে থাকবে না ধর্ম-বর্ণ বা গোত্রের পার্থক্য।’
এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পার্বত্য চট্টগ্রামবাসীদের রাজনীতিতে এসে জনগণের সেবা করার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘ দানসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ধর্মগুরুরা অংশ নেন।
রেডিওটুডে নিউজ/আনাম

