ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় কেঁপে ওঠে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.২। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়।
ভূমিকম্পের পর লোহিত সাগর উপকূল ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে ওইসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সতর্কতার পরপরই স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের এই অংশটিও রয়েছে। অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে চিলিতে, যার মাত্রা ছিল ৯.৫। এছাড়া ১৯৬৪ সালে আলাস্কা, ২০০৪ সালে সুমাত্রা এবং বিভিন্ন সময়ে চীন, জাপান, ইরান ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে লাখো মানুষের প্রাণহানি ঘটে।
ইসরায়েলে সর্বশেষ এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

