রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

তুরস্কের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:২০, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৫:০০, ১৬ সেপ্টেম্বর ২০২১

Google News
তুরস্কের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় তালেবান

ছবি: রয়টার্স

তুরস্কের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছে তালেবান।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন সোমবার এক সাক্ষাৎকারে জানান, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। খবর ডেইলি সাবাহ'র

তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায়। 

তালেবান মুখপাত্র বলেন, দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের