
জাপানে ছুরি ও বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।
এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হামলা চালানোর পর সন্দেহভাজন ওই হামলাকারী নাগানো অঞ্চলের নাকানো শহরে একটি ভবনে আটকে পড়েন। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ভোর সাড়ে ৪টার দিকে আটক করা হয়।
জাপানে বন্দুক আইন কঠোর হওয়ায় এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল।
জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানায়, সন্দেহভাজন হামলাকারীর বাবা নাকানো শহর অ্যাসেম্বলির স্পিকার। হামলার পর সন্দেহভাজন ওই ব্যক্তি তার বাবার বাড়িতে আশ্রয় নেন। এ হামলার পর সন্দেহভাজন হামলাকারীর আত্মীয়রা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
পুলিশ জানায়, একটি বড় ছুরি দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান ওই ব্যক্তি। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করতে এলে তিনি বন্দুক হামলা চালান।
রেডিওটুডে নিউজ/আনাম