শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

শপথ নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ৩ জুন ২০২৩

Google News
শপথ নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তুরস্কের সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন।

শপথের সময় এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারওগ্লু উপস্থিত ছিলেন না। 

তবে শপথ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে প্রেসিডেন্ট প্রাসাদে। আজকের শপথ অনুষ্ঠানে ইরানের পক্ষ থেকে অংশ নিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ মুখবের।

তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজই তিনি সেদেশের রাজধানী আঙ্কারা যান। শপথ অনুষ্ঠানে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।

তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, ৭৮ দেশের প্রতিনিধি সেদেশের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

তাদের মধ্যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইন প্রণেতারা রয়েছেন।

এছাড়াও, ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এরদোগান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এরপর তিনি মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোগান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের