সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

আমরা যদি ইউক্রেনকে বিপর্যস্ত হতে দিই তাহলে কোনো জাতি নিরাপদ থাকবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:২২, ২০ সেপ্টেম্বর ২০২৩

Google News
আমরা যদি ইউক্রেনকে বিপর্যস্ত হতে দিই তাহলে কোনো জাতি নিরাপদ থাকবে না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের দেয়া ভাষণে এই আহ্বান জানান।

৩০ মিনিটের এই ভাষণে তিনি ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। বাইডেন বলেন, "আমরা যদি ইউক্রেনকে বিপর্যস্ত হতে দিই তাহলে কোনো জাতি নিরাপদ থাকবে না। রাশিয়া বিশ্বাস করে যে, এক সময় বিশ্ব ক্লান্ত হয়ে পড়বে এবং কোনো পরিণতি  ছাড়াই ইউক্রেনে নৃশংসতা চালানোর সুযোগ দেবে।"

বাইডেন আরো বলেন, “এই সংস্থার কোনো সদস্য রাষ্ট্র কী বিশ্বাস করতে পারে যে, যদি ইউক্রেনকে বিপর্যস্ত করার অনুমতি দেয়া হয় তবে তারা সুরক্ষিত থাকবে? কোন জাতির স্বাধীনতা কি নিরাপদ? আমি সম্মানের সাথে উত্তরটি ‘না’ বলার পরামর্শ দেব।"

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা, যারা যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে সমর্থন করেছে, তারা "ইউক্রেনের সাহসী জনগণের পাশেই থাকবে”।

বাইডেন যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে ফ্রান্স এবং ব্রিটেনের নেতারাসহ অনেক নেতাই অনুপস্থিত ছিলেন। তবে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের