শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

গাজার প্রাচীনতম ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ৯ ডিসেম্বর ২০২৩

Google News
গাজার প্রাচীনতম ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

গাজার প্রাচীনতম মহান ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। শুক্রবার ইসরাইলি বাহিনী প্রাচীন এই ঐতিহ্যকে শেষ করে দেয়। গাজায় চলমান ইসরাইলি হামলায় শতাধিক 'শান্তির ঐতিহ্য' ধ্বংস হয়েছে। এসবের মধ্যে রয়েছে ২,০০০ বছরের পুরনো সেন্ট পরফিরাস চার্চ। এছাড়া বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান, জাদুঘরেও আঘাত হানে ইসরাইল।

হামাস কর্মকর্তারা ইসরাইলের এ কাজকে 'জঘন্য, বর্বর অপরাধ' হিসেবে অভিহিত করেছে। এ ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

শুক্রবার ইসরাইলি হামলার পর ওমরি মসজিদটির কেবল মিনার দাঁড়িয়ে থাকে। আর বাকি সবকিছু ধ্বংস হয়ে যায়। পঞ্চম শতক থেকে স্থানটি খ্রিস্টান বা মুসলিম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

বিবিসির খবরে বলা হয়, একটি বায়েজান্টাইন চার্চের স্থানে সপ্তম শতকে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল।

গাজা সিটির ওল্ড টাউনে অবব্ষিত মসজিদটি ইতোপূর্বের কয়েকটি সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একবার ভূমিকম্পেও ক্ষতির মুখে পড়েছিল। তবে প্রতিবারই একে নতুন করে নির্মাণ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের