শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

তৃতীয় মেয়াদে মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ১০ জুন ২০২৪

Google News
তৃতীয় মেয়াদে মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রথম বৈঠক বসতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার স্থানীয় সময় বিকাল ৫ টায় দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠকে বসবেন তারা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার প্রথম বৈঠকে, প্রধানমন্ত্রী আবাসন যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে আগামী ৫ বছরে ২ কোটি অতিরিক্ত বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হতে পারে। তৃতীয়বার শপথগ্রহণের আগে রোববার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রের আয়োজন করেছিলেন মোদি।  রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪১ জন। এখনও তাদের অনেকের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি। বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে।

এদিকে, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর, দিল্লির সাউথ ব্লকে প্রথম অফিস করেন মোদি। সকালে মন্ত্রিসভার ৭২ সদস্য নিয়ে অফিসে আসেন তিনি। সেখানে কৃষকদের কল্যাণ প্রকল্প ‘পিএম কিষান নিধি’ সম্পর্কিত ফাইলে প্রথম স্বাক্ষর করেন মোদি।

সূত্রমতে, মন্ত্রিসভা শিগগিরই সংসদ অধিবেশন ডাকবে। এছাড়া পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ বৈঠকে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুরোধ করবে বলে আশা করা হচ্ছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের