মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২৪ জুন ২০২৪

Google News
গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

গাজায় অন্তত ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কেউ ইসরায়েলি বাহিনীর হাতে আটক, কেউ অচিহ্নিত কবরে সমাহিত বা তাদের পরিবার থেকে হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ এই সংস্থাটি বলেছে, ‘গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের চিচে নিখোঁজ রয়েছে, এছাড়া গণকবরেও অজানা সংখ্যক রয়েছে।’

সেভ দ্য চিলড্রেন বলেছে, ‘অন্যান্যদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে, যার মধ্যে একটি অজানা সংখ্যক আটক করা হয়েছে এবং জোরপূর্বক গাজা থেকে স্থানান্তর করা হয়েছে, যখন দুর্ব্যবহার ও নির্যাতনের প্রতিবেদন প্রকাশ হচ্ছে, তখন পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।’

এ ঘটনায় স্বাধীন তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়ে সংস্থার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক জেরেমি স্টোনার বলেছেন, ‘পরিবারগুলো তাদের প্রিয়জনের হদিস নিয়ে অনিশ্চয়তায়। কোনো অভিভাবককে তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ বা গণকবর খোঁড়া উচিত নয়। যুদ্ধক্ষেত্রে কোনো শিশু একা, অরক্ষিত থাকা উচিত নয়। কোনো শিশুকে আটক বা জিম্মি করা উচিত নয়।’

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের