বৃহস্পতিবার,

১০ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

বৃহস্পতিবার,

১০ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

মারমোসেট বানরও একে অন্যকে নাম ধরে ডাকে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Google News
মারমোসেট বানরও একে অন্যকে নাম ধরে ডাকে!

এতদিন শুধু মানুষ নিজেদের স্বতন্ত্র নামে আলাদা করে ডাকে বলে শোনা যেত। এরপর গবেষণায় উঠে এসেছে মানুষ ছাড়া বিশেষ এই ক্ষমতাটি আছে শুধু বোতলনাক ডলফিন এবং আফ্রিকান হাতিদের। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন আরেক প্রজাতির প্রাণী। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণা বলছে, মারমোসেট বানরদেরও ওই দলে যোগ দেওয়ার সক্ষমতা রয়েছে। খবর এএফপির।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষণায় চমকপ্রদক তথ্যটি উঠে এসেছে যে, মারমোসেট বানরেরা নিজেদেরকে আলাদা আলাদা নামে চিহ্নিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, মারমোসেট প্রজাতির পিগমি বানরেরা একে অপরকে ডাকতে তীক্ষ কণ্ঠে নির্দিষ্ট স্বর মাত্রা ব্যবহার করে। 

আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এই গবেষণা দলের জ্যেষ্ঠ লেখক ডেভিড ওমার বলেন, আমরা সামাজিক আচরণের বিষয়ে খুব আগ্রহী কারণ আমরা মনে করি সামাজিক আচরণের কারণেই মূলত মানুষকে অন্যান্য প্রাণীর তুলনায় বিশেষ মনে করা হয়। তিনি আরও বলেন- আমরা দ্রুত দৌড়াতে পারি না, উড়তে পারি না, সামাজিক হওয়া ছাড়া মানুষের বিশেষ কোনো দক্ষতা নেই।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের