 
				
					হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে ২২০ বছরেরও অধিক সময় ধরে কাজ করছেন এই তারকা। বছর দেড়েক আগেও ফিলিস্তিনের গাজায় নিপীড়িত মানুষের প্রতি ইসরায়েলি বাহিনীর চলা বর্বরতা নিয়ে কথা বলেছিলেন জোলি। আবারও গাজায় নির্যাতিত মানুষের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করলেন এই মার্কিন তারকা।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারসের (ডব্লিউএফএস) একটি প্রতিবেদন শেয়ার করেন জোলি।
অভিনেত্রীর শেয়ার করা প্রতিবেদনে লেখা আছে, ‘ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের এই ধ্বংসাত্বক আক্রমণ গাজার মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য বিরাট এক হুমকি।’
উল্লেখ্য, গত দেড় বছরে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জোলির শেয়ার করা সেই প্রতিবেদনে, যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আশাও ব্যক্ত করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম
































 
				 
				 
				 
				 
				 
				 
				