`মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি`

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

Radio Today News

সবার দোয়া চাইলেন তারেক রহমান

`মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি`

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৩, ৩০ জানুয়ারি ২০২৬

Google News
`মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে পারি`

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতবার ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা দেশের উন্নয়নের চেষ্টা করেছি। মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারি—এ জন্য সবার দোয়া চাই।”

শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে বগুড়ার মোকামতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। মোকামতলা এলাকায় ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে—বগুড়া শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।” তিনি জনগণকে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম, বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, তাহেরুল ইসলাম, মীর সীমান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের