বিএনপি শাসনামলে সব ধর্মের মানুষ নিরাপদে ছিলো: সালাহউদ্দিন আহমদ

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

Radio Today News

বিএনপি শাসনামলে সব ধর্মের মানুষ নিরাপদে ছিলো: সালাহউদ্দিন আহমদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ৩০ জানুয়ারি ২০২৬

Google News
বিএনপি শাসনামলে সব ধর্মের মানুষ নিরাপদে ছিলো: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, বিএনপির শাসনামলে এ দেশের সব ধর্মের মানুষ নিরাপদ ছিলো। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়ার বিশ্বাস পাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তোলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তাদের হাতে দেশের নাগরিকরা নিরাপদ কি না। বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। মূলত যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই সে সময় সনাতনীদের ওপর এমন নির্যাতন চালিয়েছিল।

দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

বিএনপি কোনো ধরনের জাতি-বিভক্তি, ধর্মীয় বিভক্তি কিংবা বর্ণ বিভক্তি চায় না বলেও তিনি স্পষ্ট জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের