মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ চাইলো ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ এপ্রিল ২০২৫

Google News
পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ চাইলো ইসলামাবাদ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় অংশ নেয়া সন্ত্রাসবাদীদের ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে মঙ্গলবার বৈসরন উপত্যকার ২৬ জন নিহতের নেপথ্যে ইসলামাবাদের কোন ভূমিকা নেই বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। একই সঙ্গে পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত বলে যে দাবি করা হয়েছে, তার স্বপক্ষে পক্ষে প্রমাণ উপস্থাপনের আহবান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যে কোনো হামলায় সব সময় পাকিস্তানকে দায়ি করে ভারত। তারা বার বার দোষারোপের খেলা খেলে। এবারও তাই করছে তারা। কাশ্মীরে হামলায় পাকিস্তান যদি জড়িত থাকে, তবে ভারত এর প্রমাণ বিশ্বের কাছে প্রকাশ করুক।

ইসকাহ দার বলেন, ‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো ‘মুক্তিযোদ্ধা’। ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক। তিনি আরও দাবি করেন, কাশ্মিরে হামলারর সঙ্গে পাকিস্তান কোনভাবেই জড়িত নয়।

একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পেহেলগাম সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করে বলেছেন, ওই  হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই। যদিও জঙ্গি গোষ্ঠি লস্করের ‘ছায়া সংগঠন’ দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট- টিআরএফ) হামলার দায় নিয়েছে।

পেহেলগামে হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ সাত দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ জবাবি ব্যবস্থার কথা ঘোষণা করেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের