শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত কমপক্ষে ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৪, ৮ আগস্ট ২০২৫

Google News
আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত কমপক্ষে ৪০

সুদানের বিমানবাহিনী দারফুরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে বলে দাবি করেছে সেনাবাহিনী-সমর্থিত সরকারি টেলিভিশন।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
বিমানটি কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহন করছিল এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় হামলার শিকার হয়। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র সংঘাত চলছে। সম্প্রতি এই বিমানবন্দরকে লক্ষ্য করে সেনাবাহিনী একাধিকবার হামলা চালিয়েছে। এক সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটিতে বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল, যা আরএসএফের সহায়তায় পাঠানো হচ্ছিল।

তবে আরএসএফ এখনো কোনো মন্তব্য করেনি। সংযুক্ত আরব আমিরাতও বিমান ধ্বংসের বিষয়টি অস্বীকার করে বলেছে, সুদানের সেনাবাহিনী মিথ্যা অভিযোগ তুলছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, নিহতদের মধ্যে কতজন কলম্বিয়ান আছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। জাতিসংঘ বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ২০২৪ সালের শেষ দিকে দারফুরে কলম্বিয়ান ভাড়াটে সৈন্যদের আগমন শুরু হয় এবং তারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে।

সুদানি সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে, সংযুক্ত আরব আমিরাত নিয়ালা বিমানবন্দর হয়ে আরএসএফকে ড্রোনসহ উন্নত অস্ত্র সরবরাহ করছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাবের স্যাটেলাইট চিত্রেও দক্ষিণ দারফুরের এই বিমানবন্দরে চীনা তৈরি দূরপাল্লার ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের