আমেরিকার সঙ্গে ৭,৭৯৫ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আমেরিকার সঙ্গে ৭,৭৯৫ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
আমেরিকার সঙ্গে ৭,৭৯৫ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের

বৃহস্পতিবার দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসবে বলে কূটনৈতিক মহলের ধারণা। বিশেষ করে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও জোরদার পরিবর্তন আনতে রাশিয়ার উন্নত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। পাকিস্তানকে প্রতিরোধ করার ক্ষেত্রে এই ‘সুদর্শন চক্র’ এস-৪০০ ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচিত হয়।

এর আগেই আমেরিকার সঙ্গে একটি বড়সড় প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে ভারত। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর জন্য ৭,৯৯৫ কোটি টাকা (৯৪৬ মিলিয়ন ডলার) মূল্যের ২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার কেনার প্যাকেজে সিলমোহর পড়েছে। এই হেলিকপ্টারগুলি লকহিড মার্টিন নির্মিত, এবং সেগুলি ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি ক্ষমতা বহু গুণ বাড়াবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় এই হেলিকপ্টারগুলি অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে।

চুক্তির ফলে ভারত শুধু উন্নত সামুদ্রিক সক্ষমতাই পাবে না, বরং প্রতিবেশী দেশগুলির সঙ্গে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও যৌথ পরিষেবার ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। বিদেশি মেরামত পরিষেবার উপর নির্ভরতা কমবে এবং নৌ অভিযানে সিহক হেলিকপ্টারগুলির আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে। ২০২০ সালে ভারত যে প্রথমবার এই হেলিকপ্টারগুলির জন্য চুক্তি করেছিল, তার ধারাবাহিকতায় ইতিমধ্যেই প্রায় ১৫টি সিহক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২১ সালে এগুলি প্রথম স্কোয়াড্রন হিসেবে কোচির আইএনএস গরুড় ঘাঁটিতে আইএনএএস ৩৩৪-এ কমিশন করা হয়।

এদিকে পুতিনের সফরে রাশিয়া ভারতের প্রতি নতুন প্রতিরক্ষা প্রস্তাব দিতে পারে বলে অনুমান কূটনৈতিক সূত্রের। বিশেষত ভারতীয় বিমান বাহিনীকে আরও ২ থেকে ৩টি অতিরিক্ত এস-৪০০ সিস্টেম সরবরাহের প্রস্তাব মস্কো দিতে পারে। ভারত রাজি হলে রুশ অস্ত্রভাণ্ডারের উপর নির্ভরতা আবারও বাড়বে। যদিও আত্মনির্ভর ভারত উদ্যোগের ফলে গত দশকে রাশিয়া থেকে অস্ত্র আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তথাপি, এস-৪০০ এর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সরঞ্জামে এখনও রাশিয়া ভারতের প্রধান সহযোগী।

সব মিলিয়ে পুতিনের এই সফর পূর্ববর্তী প্রতিরক্ষা চুক্তির পরিপূরক এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চস্তরে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত-রাশিয়া সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী। একই সময়ে আমেরিকার সঙ্গে ভারতের (India) প্রতিরক্ষা সহযোগিতাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে মোদির সঙ্গে পুতিনের এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত বহন করবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের