শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

চুয়াডাঙ্গায় দুর্ঘটনা রোধে সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে চিহ্নিত করা হচ্ছে সড়ক বিভাগের জায়গাগুলো। 

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজার,  দৌলতদিয়াড় ও ভিমরুল্লাহ এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 
সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। 

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট। 

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও তা সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। তাই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, সরকারি জায়গায় কোনোভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। এসব স্থাপনার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। জেলার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে সড়কের জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের