শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

রিয়াদ হত্যা মামলার প্রধান আসা‌মি র‌বিউল ঢাকায় গ্রেফতার

নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ।

প্রকাশিত: ১৬:৫৬, ৩ জুন ২০২৩

আপডেট: ১৬:৫৭, ৩ জুন ২০২৩

Google News
রিয়াদ হত্যা মামলার প্রধান আসা‌মি র‌বিউল ঢাকায় গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে  এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হত‌্যা মামলার প্রধান আসা‌মি র‌বিউল ইসলাম‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (৩ জুন) বি‌কে‌লে ঢাকার পল্লবীরথানার কালশি মোড় এলাকা থে‌কে হো‌সেনপুর থানা পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। শ‌নিবার দুপু‌রে র‌বিউল‌কে কি‌শোরগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হয়।

হো‌সেনপুর সার্কে‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সুজন চন্দ্র সরকার দুপু‌রে হো‌সেনপুর থানায় এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ‌্য জানান। তি‌নি ব‌লেন, পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জের ধ‌রে ছু‌রিকাঘা‌তে ক‌লেজ ছাত্র রিয়াদ‌কে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন অ‌ভিযুক্ত র‌বিউল আলম। এ সময় হো‌সেনপুর থানার ও‌সি আসাদুজ্জামান টিটু উপ‌স্থিত ছি‌লেন। আসা‌মি র‌বিউল আলম হো‌সেনপুর উপ‌জেলার বীর হাজীপুর গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে।

প্রসঙ্গত, গত ২৮ মে রাতে পারিবারিক বি‌রো‌ধের জের ধ‌রে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের স্বপন খানের ছেলে  তানভির খান রিয়াদ (১৮)কে এলোপাথারি ছুরিকাঘাতে হত‌্যা ক‌রে তারই চাচা‌তো ভ‌গ্নিপ‌তির ভাই র‌বিউল আলম(২০)সহ তার স্বজনরা। এ ঘটনায় নিহ‌তের বাবা মো: স্বপন খান বাদী হ‌য়ে ১২ জন‌কে আসা‌মি ক‌রে ৩০ মে হো‌সেনপুর থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের