মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ৯ অক্টোবর ২০২৪

Google News
অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা

ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে আগেই পালিয়ে যান ব্যবসায়ীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় খুচরা দোকানদারদের অনেকে ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম নেই বলে দাবি করেন।

তবে ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজি প্রতি বেশি মূল্যে মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রি না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্যে মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সম্বলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে যাতে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ সচেতন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিনন, আব্দুল জব্বার মন্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের