শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

রিমান্ড শেষে কারাগারে শমী কায়সার ও তাপস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ৯ নভেম্বর ২০২৪

Google News
রিমান্ড শেষে কারাগারে শমী কায়সার ও তাপস

উত্তরা পূর্ব থানার হত্যার চেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।

এর আগে শনিবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হয়। এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ নভেম্বর তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৫ নভেম্বর রাতে শমী কায়সারকেও উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের