বৃহস্পতিবার,

২৭ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার,

২৭ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

Radio Today News

উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যায় নাজের-রূপা দম্পতি গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৮, ১১ মার্চ ২০২৫

Google News
উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যায় নাজের-রূপা দম্পতি গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।

ওই দম্পতিরা হলেন- নাজের ও রূপা। 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছি। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করতে পারবো।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন ওই উপাধ্যক্ষ। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রূপা ও নাজের নামের এই দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে উত্তরখান থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের