বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ৫০তম সাক্ষীর জবানবন্দি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ৫০তম সাক্ষীর জবানবন্দি

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ রেকর্ড করা হবে ৫০তম সাক্ষীর জবানবন্দি। ট্রাইব্যুনালের ২১তম দিনে এই জবানবন্দি পেশ করবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালে অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, ৪৯তম সাক্ষীর জবানবন্দি দেন সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এর আগে ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদ তার জবানবন্দি পেশ করেন। পরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন জেরা করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহসহ অন্যরা। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের