বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

Radio Today News

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৮, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:২৩, ১৩ নভেম্বর ২০২৫

Google News
বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

গাজিউর রহমান জানান, বিচারক আব্দুর রহমানের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ত। ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না।

তিনি আরও বলেন, বাইরে থেকে এক যুবক বিচারকের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে। হামলার সময় বিচারকের স্ত্রীর সঙ্গে যুবকের ধস্তাধস্তি হয়। হামলাকারী যুবককে আটক করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের