কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

Radio Today News

কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩১, ১৩ নভেম্বর ২০২৫

Google News
কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ‘মনসুর বাহিনীর’ সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। অভিযান চলাকালে কোস্টগার্ডের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এসময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত  হয়।

আটকরা হলেন— আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই সরল ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ‘কুখ্যাত মনসুর বাহিনীর’ সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্টগার্ডের টহল গাড়িতে ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক বলেন, আটক সন্ত্রাসী এবং উদ্ধার অস্ত্রশস্ত্র বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের