ফেনীতে জুলাই আন্দোলনে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ হাসান অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে এ আদেশ দেন। এর মাধ্যমে ফেনীতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগপত্র গ্রহণ করলেন আদালত।
এর আগে গতকাল সকালে মামলার নির্ধারিত তারিখে শুনানি শেষে বিচারক আদেশের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন। ২০২৫ সালের ৩১ জুলাই ১৭১ জনের বিরুদ্ধে ফেনী সদর আমলি আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে আয়োজিত অসহযোগ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মাহবুবুল হাসান মাসুম। ৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
রেডিওটুডে নিউজ/আনাম

