
সংগৃহিত ছবি
প্রেমিক-প্রেমিকাদের কাছে মুঠোফোনের ছবি পাঠানো কিংবা বার্তা পাঠানো অথবা দীর্ঘ সময় ধরে মোবাইলে কথা বলা এটাই প্রেম প্রকাশের একমাত্র মাধ্যম। তবে এ কথা সত্যি যে স্মার্টফোনের যুগে এসেও প্রেমিক-প্রেমিকারা একে অপরের হাত ধরে প্রেম নিবেদনের বিষয়টিকে কোনভাবেই উপেক্ষা করতে পারেনা।
ভালো লাগার মানুষটিকে নানাভাবে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করে থাকেন অনেকেই। আবার অনেকেই আছেন যে নিজের মনের কথা কোনোভাবে ভালো লাগার মানুষটিকে বোঝাতে বা বলতে পারেন না। সে ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করলে আপনি পছন্দের মানুষটির মনে জায়গা করে নিতে পারবেন।
১) প্রশংসা শুনতে কে না ভালোবাসে। তাই গল্পের ছলে বা আলাপচারিতায় পছন্দের মানুষটির ভালো দিকগুলো তুলে ধরতে পারেন। ব্যবহার বা তার কোন কাজের প্রশংসা এমনকি রূপের প্রশংসাও করতে পারেন।এতে করে তার কাছে আপনার একটা ভালো লাগার জায়গা তৈরি হবে।
২) আপনি যাকে পছন্দ করেন তাকে বিভিন্ন আচরণের মাধ্যমে বোঝান যে আপনি তাকে ভালবাসেন। যেমন ধরুন আপনি আপনার পছন্দের মানুষটি কি খেতে পছন্দ করেন, কি ভালবাসেন এ ধরনের প্রশ্ন করতে পারেন। এতে করে পছন্দের মানুষটি বুঝতে পারবে যে আপনি তাকে নিয়ে বিশেষভাবে ভাবছেন।
৩) পছন্দের মানুষটি প্রতিদিন কি ধরনের কাজ করেন সেগুলো খেয়াল করুন। এবং চেষ্টা করুন তার প্রতিটি কাজে তাকে সঙ্গ দেবার। তাহলে দেখা যাবে সে প্রতিনিয়ত আপনার প্রতি আগ্রহী হয়ে উঠছে।
৪) প্রতিনিয়ত কর্মময় জীবনে আমরা অনেকেই হাসতে ভুলে গেছি। তাই হাস্যরসের মাধ্যমে বা আলাপচারিতায় সময় কাটালে মন ভালো হয়ে যায়। স্বাভাবিকভাবেই যার কাছে থাকলে মন ভালো হয়ে যায় তার কাছে মানুষ যেতে চাইবে বা তার সাথে সময় কাটাতে চাইবে।
৫) ভালোবাসার মানুষের সাথে যতটুকু সময় কাটাবেন সবসময় চেষ্টা করবেন এই সময়টুকুর মধ্যে যেন এমন কোন কিছু আপনার তরফ থেকে না ঘটে যার পরিণতিতে প্রিয় মানুষটির মন খারাপ হয়ে যায় বা সে মনে কষ্ট পাই। আপনার সাথে সময় কাটাতে পারলে তার ভালো লাগছে এই অনুভূতিটি তার মধ্যে তৈরি করার চেষ্টা করুন।
এস আর