
নতুন উষ্ণতায় ভাসতে গোপনে পরকীয়ায় লিপ্ত নারীরা
বর্তমানে পরকীয়া সম্পর্কটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ফলে সামাজিক কাঠামো ভেঙে যাওয়াসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ডিভোর্স এর সংখ্যা বেড়ে যাওয়াসহ বাচ্চারা তাদের বাবা মার সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে।
দাম্পত্য সম্পর্কের ভিত্তি না থাকলে মূলত এ ধরনের সম্পর্ক তৈরি হয়। মহিলারা এই সম্পর্ক বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছে স্বামীর অজান্তে। স্বামীর অগোচরে বছরের পর বছর ধরে এই অসুস্থ সম্পর্ক চালিয়ে গেলেও এর পরিণতি কিন্তু ভয়াবহ।
নারীদের উপর চালানো সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে একই সম্পর্কে থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে শরীরের স্পর্শে একঘেয়েমি চলে আসে। তাই নতুন সম্পর্ক ও অনুভূতির সন্ধান করতে তারা এই সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ ধরনের সম্পর্ক যে তারা স্বামীর অগোচরে একজনের সাথে করছেন তা কিন্তু নয় বরং একাধিক জনের সঙ্গে এ ধরনের সম্পর্ক তারা চালিয়ে আসছেন।
তবে সমীক্ষা বলছে, বিবাহিত সম্পর্কে থাকাকালীন পরকীয়ায় লিপ্ত হওয়ার পেছনের কারণ হতে পারে আত্মবিশ্বাস এবং আর্থিকভাবে সচ্ছলতা। নারীরা এখনো অধিকাংশই কর্মজীবী। স্বামীর অর্থের উপর আর কেউই নির্ভরশীল হতে চাচ্ছেনা। তাই বিচ্ছেদের পর কিভাবে জীবন যাপন করবেন এই সংশয় অনেকটাই আর কাজ করে না। এজন্যই অন্য সম্পর্কে লিপ্ত হতে তাদের আটকায় না।
অনলাইনের যুগে সমাজমাধ্যম বা বিভিন্ন সাইটের মাধ্যমে বহু মানুষের সাথে পরিচযয়ের সুযোগ ঘটেছে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরিণতিতে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। দীর্ঘদিন একঘেয়েমি সম্পর্কের বাইরে কারো সাথে গল্প করতে নিজেদের মধ্যে এক নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে। ফলে নারীরা তাদের স্বামীর অগোচরে এই সম্পর্ক প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।
এস আর