শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

দুর্গাপূজা উপলক্ষে আগরতলায় গেলো ২৮০০ কেজি ইলিশ

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৫, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৪:২১, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
দুর্গাপূজা উপলক্ষে আগরতলায় গেলো ২৮০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের আগরতলায় বাংলাদেশের রুপালি ইলিশ রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছে দুই টন ৮শ’ কেজি ইলিশ।মঙ্গলবার মোট ১১২টি বাক্সে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০০০ টাকা। আখাউড়া স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের রফতানিকারকরা বলছেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতে ইলিশ রফতানি চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হলেও আগরতলায় ইলিশ যাচ্ছে অনেকটা শেষ সময়ে। তবে এর আগে ১২ সেপ্টেম্বর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে উত্তর ত্রিপুরায় ইলিশ রফতানি হয়েছে। একাধিক চালানে কৈলা শহরে গেছে প্রায় বারো হাজার কেজি ইলিশ।

এবার বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ির ফিস বাজার পঞ্চাশ হাজার কেজি মাছ রফতানির অনুমতি পেয়েছে। আখাউড়া খলিফা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ এজেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহনেয়াজ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আগরতলায় ইলিশের চাহিদা রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারবো।’

আগরতলার আমদানিকারক বিমল রায় পিন্টু সাংবাদিকদের জানান, প্রতি কেজি ইলিশ মাছ দশ ডলারে কেনা হয়েছে। এই মুহূর্তে বাজারমূল্য বেশি হলেও কম লাভেই ত্রিপুরার মানুষকে ইলিশের স্বাদ দিতে চাইছে তার প্রতিষ্ঠান।

অন্যদিকে আজ মঙ্গলবার ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারির আদেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে ইলিশ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের