ভাঙা পা নিয়েই ব্যায়ামে মগ্ন শিল্পা শেট্রি

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভাঙা পা নিয়েই ব্যায়ামে মগ্ন শিল্পা শেট্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৩২, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০২:৩১, ২২ সেপ্টেম্বর ২০২২

Google News
ভাঙা পা নিয়েই ব্যায়ামে মগ্ন শিল্পা শেট্রি

সংগৃহিত ছবি

 অন্যতম ' ফিটনেস ফ্রিক' হিসাবে বলিপাড়ায় সুনাম আছে শিল্পা শেট্রির। প্রায় অনেকদিন হলো বয়স ৪০ পার করেছেন তিনি। তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই। স্বামী আর দু সন্তান নিয়েই আর সবার মত তার সংসারজীবন। কিন্তু এসবকিছু সামলে নিজের যত্ন নিতে কখনই ভোলেন না তিনি।

তাই শরীর চর্চার সঙ্গে কোন আপোস তিনি কখনই করেন না। তার প্রথম ওয়েব সিরিজ ' ইন্ডিয়ান পুলিশ ফোর্স' এর শ্যুট করতে সেটে শট দিতে গিয়ে  পা ভেঙে যায় তার। কিন্তু তাতে কি? ভাঙা পা নিয়েই শরীরচর্চায় মশগুল তিনি। সেই ভিডিও শেয়ারও করেছেন। 

প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের কিছু না কিছু ঝলক ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শিল্পা শেট্রি। নেট মাধ্যমে প্রায়ই দেখা যায় কখনও রান্নার ভিডিও বা কখনও ধ্যান বা ব্যায়ামের ছবি শেয়ার করতে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের