
সাইটসেভার্স ও বিবিডিএন ফিউচারমেকার্স বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেছে । এই প্রকল্পটি দক্ষতা প্রশিক্ষণ, কর্মজীবন নির্দেশিকা এবং চাকরির নিয়োগের মাধ্যমে শ্রমবাজারে প্রতিবন্ধী যুবকদের প্রবেশ করতে সহায়তা করবে।
ফিউচারমেকার্স ৭২০ জন প্রতিবন্ধী নারী ও পুরুষকে নতুন দক্ষতা শিখতে এবং তাদের বাড়ি থেকে স্থানান্তর করার প্রয়োজন ছাড়াই একটি চাকরি বা তাদের নিজস্ব উদ্যোগ শুরু করার সম্ভাবনা উন্নত করতে সহায়তা করবে।
আজ (২৪ অক্টোবর) উদ্বোধনি অনুষ্ঠানটি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের অফিস পুলিশ প্লাজাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মাহফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশির কবির। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় দক্ষতা উন্ন্য়ন বিষয়ক একাডেমি (এনএসডিএ), সমাজসেবা অধিদপ্তর, বেসরকারি নিয়োগকারী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও উদ্বোধনী বক্তব্যে বলেছেন, তাদের সমবয়সীদের সাথে তুলনা করলে, প্রতিবন্ধী যুবকদের কর্মসংস্থান বা উপযুক্ত পরিস্থিতিতে কাজ করার সম্ভাবনা অনেক কম। কোভিড-১৯ মহামারী তাদের আরও অসহায় করে তুলেছে।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোঃ মাহফিজুর রহমান বলেন, “এসএমই ফাউন্ডেশন আমাদের প্রোগ্রামিংয়ে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয় এবং আমরা যৌথ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে বিশেষ করে প্রতিবন্ধী যুবকদের প্রশিক্ষণ প্রদানের জন্য ফিউচারমেকার্স প্রকল্পের সাথে আমরা একসাথে কাজ করব।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসিস-এর সাবেক চেয়ারম্যান ও ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, কোভিড ১৯ সংকটের আগেও বাংলাদেশের তরুণরা শ্রমবাজারে দুর্বল ছিল এবং শিক্ষা থেকে কর্মসংস্থানে পরিবর্তনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছিল। তরুণদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো সত্ত্বেও, যুবকদের যে দক্ষতা রয়েছে এবং নিয়োগকর্তারা যে প্রতিভা চান তার মধ্যে একটি অমিল রয়েছে।
এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশির কবির বলেন, এই প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তরুণদের জন্য অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে বৈষম্য মোকাবেলার বৈশ্বিক উদ্যোগের একটি অংশ এবং তরুণদের জন্য উপযুক্ত চাকরির জন্য জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগের আলোকে করা হয়েছে।
সাইটসেভার্স এর ফিউচারমেকার্স প্রকল্পের ম্যানেজার উৎপল মল্লিক অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন যেখানে সাইটসেভার্স এর অয়ন দেবনাথ লেবার মার্কেট অ্যাসেসমেন্ট স্টাডি রিপোর্টের উপর একটি উপস্থাপনা করেন। বিবিডিএন থেকে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে একটি প্যানেল আলোচনা পরিচালনা করেন। বিবিডিএন এর হেড অব অপারেশনস আজিজা আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জানা যায়, সাইটসেভার্স এবং বিবিডিএন, প্রতিবন্ধী ব্যক্তিদের তিনটি স্থানীয় সংস্থার সাথে সহযোগিতায় ২০২২ সালের জুলাই থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল এই তিনটি জেলায় ১৮ মাসব্যাপী ফিউচারমেকার্স প্রকল্পের কাজ শুরু করেছে।
রেডিওটুডে/ আর এ