
অপু বিশ্বাস ও বাকি খান
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নিয়ে খুঁচিয়ে কথা বলতেন অপু বিশ্বাস। এখন অবশ্য তাদের মধ্যে সম্পর্ক না থাকলেও অপু বিশ্বাস নিজের ভাবনা বদলেছেন।
বেশির ভাগ সময় এখন শাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অপু। ক্যামেরার সামনে সুযোগ পেলে নিজের চেয়ে বেশি বলেন শাকিব খানকে নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার বললেন শাকিব-অপু জুটিকে মানুষ ইতিবাচকভাবে দেখে।
অপু বলেন, "শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন। কোনো ছবিতে অভিনয়ের জন্য শুধু নায়ক-নায়িকা প্রধান বিষয় নয়, প্রযোজক, পরিচালকসহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে আমি বা শাকিব দুজনেই কাজ করব।"
এর আগে পুত্র জয় সম্পর্কে শাকিবকে নিয়ে বলেছিলেন, "সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।"
উল্লেখ্য, শাকিব-অপু জুটির বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালে। দীর্ঘদিন গোপন রাখার পর জয়কে নিয়ে সামনে আসেন অপু।
রেডিওটুডে নিউজ/এসবি