বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

সংকট মোকাবেলায় বাজেটের সূচকগুলো বাস্তব বিবর্জিত: সিপিডি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১ জুন ২০২৩

Google News
সংকট মোকাবেলায় বাজেটের সূচকগুলো বাস্তব বিবর্জিত: সিপিডি

চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রস্তাবিত বাজেটের সূচকগুলো বাস্তবতা বিবর্জিত বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন সিপিডির নির্বাহী। এসময় তিনি আরও বলেন, সংকট মোকাবেলায় মূল্যস্ফীতি কমাতে যে ধরণের পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল তা নেয়া হয়নি।

সিপিডির এই নির্বাহী বলেন, রিটার্ন আনতে ন্যূনতম ২ হাজার টাকা কর দেয়ার বিষয়টি তুলে দেয়া উচিত।

এই করের বিষয়টি আমাদের কাছে অবিবেচনাপ্রসূত মনে হয়। এছাড়া নিত্যপণ্যের করের বিষয়েও ছাড় দেয়া হয়নি।  প্রস্তাবিত বাজেট আইএমএফের ঋণ শর্ত বাস্তবায়নের বাজেট বলেও মন্তব্য করেন তিনি।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের