শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৫:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২১

Google News
ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭ জন।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ২২১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৯ জন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮০ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২১৯ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ১১৫ জন। এছাড়াও ডেঙ্গুতে এ পর্যন্ত দেশে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের