বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭, ১৪ অক্টোবর ২০২১

Google News
১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করলো বিটিআরসি

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেয়া তালিকার ভিত্তিতে ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে  এ তালিকায় থাকা নিউজহান্ট ডটকম ডটবিডি নামে অনলাইন পোর্টালটির লিংক বন্ধ না করে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৩ অক্টোবর) বিটিআরসি সূত্র এ তথ্য জানিয়েছে। 

বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান জানান, সরকারি নিবন্ধন নেয়নি, অনুমোদনহীন- এমন নিউজ পোর্টাল বন্ধে কাজ চলমান রয়েছে। তালিকা ধরে কিছু কিছু অনলাইন পোর্টাল বন্ধ করা হচ্ছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ কারার জন্য নির্দেশ দেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের