
দেশের যুবসমাজকে মাছ উৎপাদন এবং মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ একুয়াকালচার এন্ড সি ফুড’ শো এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করছে। কেননা বাঙালির জন্য আমিষের সবচেয়ে নিরাপদ চাহিদা হলো মাছ। তাই দেশ ও জাতির উন্নয়নে মাছ রফতানি বৃদ্ধিতে উৎপাদন বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় জিডিপিতে মৎস্যখাতের অবদান গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, এর পাশাপাশি ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ আহরণের প্রতি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ তেল-গ্যাসের মতো জ্বালানি এবং সি-ফুড প্যাকেজিংয়ে কার্যক্রম বাড়াতে হবে। তাহলে আরও বেশি সমুদ্রের মাছ রফতানি করা যাবে। তাই বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রেডিওটুডে নিউজ/আনাম