বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

Radio Today News

দশম গ্রেড চেয়ে সারা দেশে অডিটরদের সমাবেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৪

Google News
দশম গ্রেড চেয়ে সারা দেশে অডিটরদের সমাবেশ

অডিটর পদকে দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে সারা দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটরেরা।

রাজধানীর কাকরাইলের বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।

সমাবেশ থেকে অডিটরেরা জানান, অডিটর পদে দুই ধরনের গ্রেড বিদ্যমান বেতন বৈষম্য দূর করার জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে অডিটর পদকে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দশম গ্রেড বাস্তবায়ন চান তারা। সমাবেশে থেকে সিএজিকে দ্রুত এ দাবি মেনে নেওয়ার কথা বলা হয়। 

সিএজি কার্যালয়ের এ সমাবেশকে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানে অডিটরেরা সমাবেশ করেছে। তারা বলছেন, দশম গ্রেড দাবি নয়, অধিকার। 

ডিসিএ রংপুরের অডিটরেরা বলছেন, ২০১৮ সাল থেকে তাদের অধিকার জোরপূর্বক আটকে রাখা হয়েছে। হাইকোর্টের রায়টিকেও বাস্তবায়ন করছে না। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামতও তাদের পক্ষে রয়েছে কিন্তু তাদের অধিকার দেওয়া হচ্ছে না।

সিএজি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, অডিটরেরা দশম গ্রেড চায়। সিএজি এ বিষয়ে ইতিবাচক। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের