অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মার্কিন প্রতিনিধি দলের উপস্থিতিতে ইউএসএআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২০০ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রতিনিধি দলে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায়।
এ সময় অঞ্জলি কৌর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে আজ অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষর হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আবার পদ্মায় বসবে দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
রেডিওটুডে নিউজ/আনাম