বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

Radio Today News

ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত: প্রণয় ভার্মা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ৯ অক্টোবর ২০২৪

Google News
ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত: প্রণয় ভার্মা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারতের পরীক্ষিত বন্ধু। অনুরূপভাবে, ভারত বাংলাদেশের জনগণের উন্নয়নে সবসময় পাশে রয়েছে। ভারত বাংলাদেশের সাথে পারস্পরিক সমঅংশীদারিত্ব, আস্থা ও বন্ধুত্বে বিশ্বাসী। উভয় দেশের জন্য কল্যাণকর যেকোনো উদ্যোগে ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রণয় ভার্মা এসব কথা বলেন।

বৈঠকে ভারতের বিনিয়োগকৃত আশুগঞ্জ নৌ-বন্দর, পায়রা বন্দর, মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ও বেনাপোল স্থলবন্দর এর কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের