প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী নিয়োগ

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫,

১২ কার্তিক ১৪৩২

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫,

১২ কার্তিক ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী নিয়োগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৯, ১১ নভেম্বর ২০২৪

Google News
প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী নিয়োগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। 

একইসঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাদের তিন জনকে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে। 

রোববার রাতে  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দান করেছেন।

রুলস অব বিজনেস অনুযায়ী, উপদেষ্টাদের সহায়তা প্রদানের জন্য খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের