বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি ফেরাতে আপিল করা হবে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ১৬ জুলাই ২০২৫

Google News
‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি ফেরাতে আপিল করা হবে’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করবেন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল। ত্রয়োদশ সংশোধনী আপিল বিভাগের বাতিলের ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনও পুরোপুরি ফেরেনি। তাই এ বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মামলার অন্যতম বাদী ড. বদিউল আলম মজুমদার গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এসব কথা জানান। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা তুলে ধরেন।

তিনি বলেন, হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এ সংশোধনের আলোকে যেই সরকার গঠন হয়েছে, সেটিও অবৈধ। যে রায় হয়েছে তাতে তিনি সন্তুষ্ট। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি, এটি পুরোপুরি বাতিলের দাবি তিনি জানিয়েছেন। তবে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আপিল করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, গত বছরের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পূর্ণাঙ্গ রায় ঘোষণা হয় ৮ জুলাই। ইতোমধ্যেই রায়ের কপি পাওয়া গেছে।

সংবিধান সংশোধনের জন্য যে নিয়ম মানা দরকার, পঞ্চদশ সংশোধনীতে সেই নিয়ম মানা হয়নি জানিয়ে শরীফ ভূঁইয়া বলেন, বেশির ভাগ মানুষের অগোচরে ২০১১ সালে সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন হয়ে গিয়েছিল। এ পঞ্চদশ সংশোধনী শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, এতে পুরোপুরি রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের