ড. ইউনূসকে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের অভিনন্দন

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

ড. ইউনূসকে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের অভিনন্দন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪১, ১০ অক্টোবর ২০২৫

Google News
ড. ইউনূসকে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের অভিনন্দন

ইউনেস্কোর আসন্ন সাধারণ অধিবেশনে এই প্রথমবার মতো বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী দেশের জন্য এ ধরনের সম্মান, কূটনৈতিক সফলতা এবং যুগান্তকারী অর্জনের জন্য প্রধান উপদেষ্টাকে এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, উজবেকিস্তানের সমরকান্দে আসন্ন ইউনেস্কোর ৪৩তম জেনারেল কনফারেন্সে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন। এটা দেশের জন্য শুধু গর্ব নয়, আনন্দের বিষয়। 

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব এ অর্জনে রাষ্ট্রদূত খন্দকার তালহাকেও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সফলতার জন্যও ধন্যবাদ জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের