যত চ্যালেঞ্জই আসুক, নির্বাচন কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত: সিইসি

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

যত চ্যালেঞ্জই আসুক, নির্বাচন কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৬, ১৭ নভেম্বর ২০২৫

Google News
যত চ্যালেঞ্জই আসুক, নির্বাচন কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত: সিইসি

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন কঠিন—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক দল সহযোগিতা না করলে নির্বাচনের প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থেকেই যায়। কমিশনের নিয়ত পরিষ্কার।’

আজ (সোমবার, ১৭ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে ১২টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ইসি। এজন্য নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন তিনি। বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি মানতে নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত নিয়ে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।’

দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের জন্য একটি সুন্দর দেশ গড়তে হলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই চাই।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের