‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে লেখা চিঠির জবাব এখনও আসেনি’:পররাষ্ট্র উপদেষ্টা

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মানবতাবিরোধী অপরাধের মামলায়

‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে লেখা চিঠির জবাব এখনও আসেনি’:পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৮, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৯, ২৬ নভেম্বর ২০২৫

Google News
‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে লেখা চিঠির জবাব এখনও আসেনি’:পররাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে ভারতকে যে চিঠি পাঠানো হয়েছিল, তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে, তা আমি জানি না। তবে, ঢাকা দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আসারও প্রত্যাশা করে না।

আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের দিক থেকে কোনো চাপ নেই বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন ভারত যদি নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায়, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় না করার সিদ্ধান্ত ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগেও তাঁকে ফিরিয়ে আনার জন্য দিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল ঢাকা, কিন্তু সেই চিঠিগুলোর কোনো জবাব আসেনি। এবার রায়ের পর আবারও একই অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন