হংকংয়ের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ভেতরে বেশ কয়েকজন আটকে ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের অন্তত তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানা গেছে। দুজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের সদস্য।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের বাসার দরজা, জানালা বন্ধ রাখার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনের ভেতরে অন্তত ১৩ জন আটকে আছেন। তাদের মধ্যে আটজন প্রবীণ ও দুজন শিশু।
স্থানীয় বাসিন্দা ৮৩ বছর বয়সী চ্যান কুয়ং বলেন, ভবনগুলোতে আগুনের সতর্কতা ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো বাজেনি। আগুন টের পেয়ে বাসিন্দারা দৌড়ে বাইরে যান।
সতর্ক সংকেত না বাজার কথা জানিয়েছেন তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ানও। তিনি বলেন, এক নিরাপত্তকর্মী গিয়ে জানানোর পর ভবনের বাসিন্দারা তাড়াহুড়ো করে বাইরে বের হতে শুরু করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

