চীনের একটি বিমানবন্দরে ভারতীয় নাগরিককে আটকের ঘটনায় বেইজিং ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি ভূখণ্ডটি নিজেদের বলে দাবি করেছে।
সাংহাই বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা আটক থাকা ওই যাত্রীর নাম পেমা ওয়াংজম থংডক। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ আছে। গত শুক্রবার সাংহাই বিমানবন্দরে ট্রানজিট নেওয়ার সময় এ নিয়ে বিতর্ক তৈরি হয়। ইমিগ্রেশন কর্মকর্তারা পেমার ভারতীয় পাসপোর্ট গ্রহণে অস্বীকৃতি জানান।
চীন অরুণাচলকে ভারতের অংশ বলে স্বীকৃতি দেয় না। তারা এ অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। গত মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা জানান, পেমাকে আটকের ঘটনায় বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সঙ্গে উল্লেখ করা হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আটকের ঘটনাকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, চীনা কর্তৃপক্ষ এখনও তাদের পদক্ষেপের ব্যাখ্যা দিতে পারেনি। এটি আন্তর্জাতিক আকাশপথে ভ্রমণ সম্পর্কিত একাধিক কনভেনশনের লঙ্ঘন।
রণধীর জয়সওয়ালের বিবৃতির কয়েক ঘণ্টা আগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, আইন প্রয়োগ ছিল নিরপেক্ষ। কোনো হয়রানির ঘটনা ঘটেনি। এ সময় মাও নিং জোর দিয়ে বলেন, অরুণাচল চীনেরই ভূখণ্ড। বেইজিং এটিকে এখনও ভারতের প্রদেশ বলে স্বীকৃতি দেয়নি।
দশকের বেশি সময় ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনার কারণ হয়ে আছে অরুণাচল। তবে গত আগস্টে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে উত্তেজনা কমার ইঙ্গিত ছিল। তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পরস্পরকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে দেখার আহ্বান জানান। এরপর সরাসরি বিমান চলাচলও শুরু হয়। কিন্তু বিমানবন্দরে যাত্রীকে আটকের ঘটনা নতুন করে খবরের শিরোনাম হলো।
সংবাদ সংস্থা এএনআইকে পেমা ওয়াংজম বলেন, তিনি ১৪ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। এর আগে কয়েকবার সাংহাই হয়ে ভ্রমণ করেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু শুক্রবার ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে আলাদা ডেকে নিয়ে জানান, পাসপোর্ট অবৈধ।
পেমা আরও বলেন, সমস্যার কথা জানতে চাইলে ইমিগ্রেশন কর্মকর্তারা বলেন অরুণাচল ভারতের অংশ নয়। তারা হাসাহাসির এক পর্যায়ে উল্লেখ করেন, তোমার চীনের পাসপোর্টের জন্য আবেদন করা উচিত। তুমি ভারতীয় নও।
রেডিওটুডে নিউজ/আনাম

