ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ান ইস্যুতে চাপ দিলেন শি জিনপিং

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ান ইস্যুতে চাপ দিলেন শি জিনপিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ২৪ নভেম্বর ২০২৫

Google News
ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ান ইস্যুতে চাপ দিলেন শি জিনপিং

তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে কূটনীতিক উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। সোমবার (২৪ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফোনালাপে ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে চাপ দিয়েছেন শি।

সংবাদ সংস্থাটির বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, শি ট্রাম্পকে বলেছেন, তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ব্লুমবার্গ বলছে, গত মাসে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর পর এই আহ্বান জানানো হলো। চুক্তির অধীনে ওয়াশিংটন চীনা পণ্যের ওপর শুল্ক কমিয়েছে এবং বেইজিং বিরল মৃত্তিকা রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে।

তবে চীন এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্র জাপানের মধ্যে নতুন করে উত্তেজনার কারণে সম্পর্ক আরও খারাপ হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের