কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। এসময় মো. শামীম (২০) নামে এক যুবককে আটক করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকালে হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ায় শামীমের মুরগির খামার থেকে এসব ইয়াবা উদ্ধার হয় বলে ভাষ্য পুলিশের।
আটক শামীম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মুরগির খামারের আড়ালে চলছে ইয়াবা ব্যবসা। ওই সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে খামারের উত্তর-পূর্ব দিকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর টেপ মোড়ানো ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও ঘটনাস্থল থেকেই শামীমকে আটক করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

