চোর-ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পৃথক ঘটনায় নিহত ২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চোর-ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পৃথক ঘটনায় নিহত ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ২৪ নভেম্বর ২০২৫

Google News
চোর-ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পৃথক ঘটনায় নিহত ২

চোর ও ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ ‍দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) রাতে কুমিল্লার চান্দিনায় ও সোমবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুটি গণপিটুনির ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মুছা ও করিম উদ্দিন।

এদের মধ্যে নিহত মুছা চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং করিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ৫ নম্বর ওয়ার্ডের কালুমিয়ার বাড়ির বাসিন্দা।

দৈনিক ইত্তেফাকের  কুমিল্লার উপজেলা সংবাদদাতা স্থানীয়দের বরাতে জানিয়েছেন, চান্দিনা উপজেলার চাঁদসার গ্রামের ময়নাল হোসেন নামে এক যুবক কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় মুছাকে সন্দেহ করে ময়নাল। মুছাও ৮ থেকে ১০ দিন ধরে বাড়িতে না থাকায় সন্দেহ আরও প্রবল হয়। সর্বশেষ রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। 

আওয়ামী লীগ নেতার বাড়িতে চোর সন্দেহে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগআওয়ামী লীগ নেতার বাড়িতে চোর সন্দেহে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সংবাদদাতা জানিয়েছেন গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি বাড়িতে রোববার রাতে গরু চোরের দল হানা দেয়। এসময় ভোর ৬টার দিকে বিষয়টি টের পেয়ে ধাওয়া দেয় ওই বাড়ির। ধাওয়া খেয়ে দুজন পালিয়ে যায়। তবে করিম উদ্দিনকে ধরে ফেলেন বিক্ষুব্ধরা। এসময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। 

আনোয়ারা থানার এসআই এমদাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি তার (করিম উদ্দিন) মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন চুরির দায়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে সঠিক কারণ জানতে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের