পাবনা সদর ও বেড়া উপজেলার সীমান্ত সংলগ্ন পাবনা–নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল দুর্গাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জবদুল (৫০) এবং তার তিন বছরের মেয়ে জুবাইদা খাতুন।
আহত দু’জন হলো— নিহত জবদুলের ছেলে মামুন (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৭)। আহত ও নিহতরা সবাই পাবনার বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জবদুল মেয়ে, ছেলেকে ও ভাতিজাকে নিয়ে সাঁথিয়ার গোপীনাথপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় যোগ দেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দুর্গাপুর এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জবদুল ও তার তিন বছরের মেয়ে জুবাইদা খাতুন প্রাণ হারায়, আহত হন দুজন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

