খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১২, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি। এদিকে সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। সেই সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার কথাও জানিয়েছেন দেশটির আমির।

আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) কাতার এয়ারওয়েজের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, কাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।

শুরু থেকেই দেশি-বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ এভারকেয়ারে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল।

জানা গেছে, নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি সব ধরনের উন্নত চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া। দেশের চিকিৎসক দলের সঙ্গে চীনের একটি বিশেষজ্ঞ দলও সহায়তা করে যাচ্ছে।

পাশাপাশি আমেরিকা, চীন,কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের